ইতিহাস

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মানুষেরা অত্যন্ত শুদ্ধ বাংলায় কথা বলে। তাদের বাংলা উচ্চারণ অত্যন্ত স্পষ্ট জড়তাহীন, শ্রুতিমধুর এবং সকলের নিকট বোধগম্য। তবে সাধারন মানুষ বিভিন্ন স্থানে স্বতন্ত্র টানে বাংলা উচ্চারন করে থাকে।

বাউল লালন শাহ্ এর লালনগীতি,কবিগুরুর রবীন্দ্র সংগীত আজো মানুষের মুখে মুখে ফেরে। তাছাড়া বিভিন্ন পার্বন ও উৎস উপলক্ষে নানা সংগীত গান, ভাবগান, পুথিপাঠ, কৃষকের মেঠোগান, যাত্রা, সার্কাস, পাঁচালী, আবগান, সর্বদা সুরের মূর্ছনা সৃষ্টি করে। বিভিন্ন অনুষ্ঠান, উপলক্ষে এখানে বাউলগান, জারীগান, পালাগান, আড়ং, মেলা, পুতুল নাচের আয়োজন করা হয়।

খেলাধুলা

ভেড়ামারা উপজেলার ঐতিহ্য গত ভাবেই প্রাচীন দলীয় খেলা ও আধুনিক খেলাধুলা এবং ক্রীড়া কৌতুকের ধারক ও বাহক। আবহমানকাল থেকে এসব খেলাধুলা চলে আসছে। দলীয় খেলার মধ্যে, কাবাডি, হা-ডু-ডু, নৌকা বাইচ, সাঁতার, গোল্লাছুট, রাখালদের লড়ি খেলা, বউচী, ডাংগুলি, মার্বেল, লাঠি খেলা ঘুড়ি ওড়ানো, প্রভৃতি খেলা প্রচলিত রয়েছে। আধুনিক খেলাধুলার মধ্যে, ফুটবল, হকি, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, বাস্কেটবলসহ নানা ধরনের খেলা রয়েছে।

গ্রামিন খেলা।

  • ১। হাডুডু।
  • ২। দাড়িয়াবান্দা
  • ৩। গোল্লাছুট
  • ৪। কানামাছি
  • ৫। সাতচাড়া।

 

এছাড়া

১। ক্রিকেট  ও ফুটবল

ভেড়ামারা উপজেলার ঐতিহ্য গত ভাবেই প্রাচীন দলীয় খেলা ও আধুনিক খেলাধুলা এবং ক্রীড়া কৌতুকের ধারক ও বাহক। আবহমানকাল থেকে এসব খেলাধুলা চলে আসছে। দলীয় খেলার মধ্যে, কাবাডি, হা-ডু-ডু, নৌকা বাইচ, সাঁতার, গোল্লাছুট, রাখালদের লড়ি খেলা, বউচী, ডাংগুলি, মার্বেল, লাঠি খেলা ঘুড়ি ওড়ানো, প্রভৃতি খেলা প্রচলিত রয়েছে। আধুনিক খেলাধুলার মধ্যে, ফুটবল, হকি, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, বাস্কেটবলসহ নানা ধরনের খেলা রয়েছে।

গ্রামিন খেলা।

  • ১। হাডুডু।
  • ২। দাড়িয়াবান্দা
  • ৩। গোল্লাছুট
  • ৪। কানামাছি
  • ৫। সাতচাড়া।

 

এছাড়া

  • ১। ক্রিকেট  ও ফুটবল

মাননীয় মেয়র

Tutul Photo -C00106399

মোঃ আনুয়ারুল কবির টুটুল

বিস্তারিত (জীবন বৃত্তান্ত)

অফিসিয়াল লোগো

logoBp1

Download

 

 

অযান্ত্রিক যানবাহন নিবন্ধনের অনুসন্ধান

অন্যান্য সেবা

Photogallery

oss

ovijog

e-revene

e-tender

dorshonio

online-shop

জরুরি হটলাইন

emergency


 

করোনা ভাইরাস প্রতিরোধে যোগাযোগ

coronagov

করোনা ট্রেসার বিডি

corona