ভেড়ামারা উপজেলা
ভেড়ামারা উপজেলা কুষ্টিয়া জেলার একটি প্রশাসনিক এলাকা।
অবস্থান ও আয়তন
ভেড়ামারা উপজেলার উত্তরে নাটোর জেলার লালপুর উপজেলা, দক্ষিণে মিরপুর উপজেলা, পূর্বে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা, পশ্চিমে দৌলতপুর উপজেলা। ভেড়ামারা ২৪.০১৬৭° উত্তর ও ৮৮.৯৯১৭° পূর্বে অবস্থিত ও আয়তন ১৫৩.৭২ বর্গকিলোমিটার।
নামকরণ
ভেড়ামারার নামকরণ নিয়ে তেমন কোন সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে লোকমুখে প্রচলিত আছে অতীতে ভেড়ামারায় প্রচুর ভেড়া পালন করা হত।
নদ-নদী
পদ্মা নদী ভেড়ামারা উপজেলার সীমানার উপর দিয়ে বয়ে চলেছে। ভেড়ামারা উপজেলায় ২টি নদী আছে; এগুলো হচ্ছে হিশনা-ঝাঞ্চা নদী]। মূল্যবান বালি এবং পদ্মা নদীর মাছ গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ।
প্রশাসনিক এলাকা
৫৯টি মৌজা ও ৭৪টি গ্রাম নিয়ে গঠিত ভেড়ামারাতে ৬টি ইউনিয়ন রয়েছে; এগুলো হলোঃ
- ইউনিয়নসমূহঃ-
- চাঁদগ্রাম ইউনিয়ন
- জুনিয়াদহ ইউনিয়ন
- ধরমপুর ইউনিয়ন
- বাহিরচর ইউনিয়ন
- বাহাদুরপুর ইউনিয়ন
- মোকারিমপুর ইউনিয়ন
Contact
- www.bheramara.kushtia.gov.bd
- উপজেলা,ভেড়ামারা,কুষ্টিয়া।